ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আপাতত বন্ধ, বিকেল থেকে ফের শুরু পর্যটন মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মে ২১, ২০১৫
আপাতত বন্ধ, বিকেল থেকে ফের শুরু পর্যটন মেলা ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন বলে নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক পর্যটন মেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উদ্বোধন হওয়ার পর আয়োজকরা জানান, বিকেল ৫টা থেকে আবার মেলা স্বাভাবিক নিয়মে চলবে।

নিরাপত্তার জন্য আপাতত সবাইকে অবস্থান করতে হবে সম্মেলন কেন্দ্রের বাইরে।

বিআইসিসি কর্তৃপক্ষ জানায়, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দিচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বিকেল ৪টায় এ সম্মেলন কেন্দ্রেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। তাই সুইপিংয়ের জন্য মেলার সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।

এজন্য সবাইকে ল্যাপটপ, মোবাইল, ক্যামেরাসহ বহনযোগ্য অন্যান্য সামগ্রী নিয়ে সম্মেলন কেন্দ্র ত্যাগ করতে আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।

সকালে রাজধানীতে শুরু হয় তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক পর্যটন মেলা।

সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলার আয়োজন বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি)।

মেলায় বাংলাদেশ ছাড়াও ভুটান, কম্বোডিয়াসহ ১৫টি দেশের ৫৫টি এয়ারলাইন্স, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও পর্যটনবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩৫টি স্টল অংশ নিচ্ছে।

মেলা উপলক্ষে এসব প্রতিষ্ঠান হোটেল ও প্যাকেজ বুকিংয়ে ছাড়সহ বিভিন্ন সুবিধা দেবে কাস্টমারদের। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বিএফটিডি ৬ বছর ধরে এ মেলা আয়োজন করছে।
 
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মে ২১, ২০১৫
এসকেএস/এসএম/এএ

** পর্যটন বছরে আসবে ১০ লাখ বিদেশি পর্যটক
** শুরু হলো ৩ দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।