ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের রক্তদান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ২১, ২০১৫
প্রাইম ব্যাংকের রক্তদান কর্মসূচি

ঢাকা: প্রাইম ব্যাংক লিমিটেডের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২০ মে) প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যাংক কর্তৃপক্ষ এ কর্মসূচি পালন করে।



প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ইভিপি ফেরদৌসী সুলতানা ও রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান এসভিপি মো. জামিল হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তা, নির্বাহী, ঢাকায় অবস্থিত বিভিন্ন শাখার শাখা প্রধান এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২১, ২০১৫
এসই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।