ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুবিধাবঞ্চিত শিশুদের সিটি ব্যাংক-এমআরডিআই’র শিক্ষাবৃত্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মে ২১, ২০১৫
সুবিধাবঞ্চিত শিশুদের সিটি ব্যাংক-এমআরডিআই’র শিক্ষাবৃত্তি সংগৃহীত

ঢাকা: সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে সামাজিক দায়বদ্ধতা থেকে বৃত্তি দিচ্ছে বেসরকারি সিটি ব্যাংক ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।

বৃহস্পতিবার (২১ মে) যশোরের বসতপুরে এ বৃত্তিপ্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

সিটি ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ কর্মসূচি বাস্তবায়নে এমআরডিআই’র সহযোগী হিসেবে রয়েছে দৈনিক গ্রামের কাগজ।

বৃত্তিপ্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. শরিফুল আলম; যশোর জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন; সিটি ব্যাংক লিমিটেডের এফভিপি অ্যান্ড হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস মোহাম্মদ জহিরুল ইসলাম, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন এবং এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

বক্তারা বলেন, সফল সিএসআর কর্মসূচি যে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কার্যকর ভ‍ূমিকা রাখতে পারে তা প্রমাণিত হয়েছে। পরিকল্পিত সিএসআর কার্যক্রম সাশ্রয়ী, প্রয়োজনভিত্তিক ও গোষ্ঠীকেন্দ্রিক, যা দারিদ্র্য বিমোচনে সহায়ক।

জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর দরিদ্র শিশুদের জন্য আয়োজিত এ বৃত্তি কার্যক্রমকে স্বাগত জানান। তিনি এ মহ‍তী উদ্যোগের জন্য সিটি ব্যাংক এবং এমআরডিআইকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সিটি ব্যাংকের এই উদ্যোগ ব্যবসায়ীদের সিএসআর কর্মসূচির একটি সফল দৃষ্টান্ত।

এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, এই এলাকার শিক্ষার্থীদের জন্য গৃহীত বৃত্তি এবং কোচিং কার্যক্রম সিএসআর তহবিল ব্যবহারের মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে।

এ প্রসঙ্গে তিনি প্রথম পর্যায়ে প্রতিষ্ঠিত প্রশিক্ষণকেন্দ্রের সফলতার উদাহরণ উল্লেখ করেন।

প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে পরিচালিত বসতপুর মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সদস্যদের সন্তানরা এ বৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত হয়েছে। অনুষ্ঠানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত মোট ৭০ জন ছাত্র-ছাত্রী প্রথম কিস্তির বৃত্তির টাকা গ্রহণ করে। এ কার্যক্রমটি আগামী পাঁচ বছরের জন্য পরিচালিত হবে।

সিটি ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে বসতপুরে একটি প্রশিক্ষণ কেন্দ্র গঠিত হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে এলাকার নারীরা টেইলরিং এবং সূচী কর্মের প্রশিক্ষণ গ্রহণ করছে, যা তাদের জীবিকা নির্বাহের পথ সুগম করছে।

প্রকল্প বাস্তবায়নে সিটি ব্যাংক দুই ধাপে প্রায় সোয়া কোটি টাকা সহায়তা প্রদান করছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।