ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে এন আর বি গ্লোবাল ব্যাংকের শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মে ২১, ২০১৫
সিলেটে এন আর বি গ্লোবাল ব্যাংকের শাখা উদ্বোধন সংগৃহীত

ঢাকা: আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের সিলেট শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে ২০১৫) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৭ তম শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংক চেয়ারম্যান নিজাম চৌধুরী।



অন্যান্যদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল কুদ্দুস, শাখা ব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন চৌধুরী, কমিউনিকেশন্স অ্যান্ড ব্রান্ডিং ডিভিশনের ইনচার্জ সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁর স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ঘণ্টা, মে ২১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।