ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআইয়ের নির্বাচন শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এফবিসিসিআইয়ের নির্বাচন শনিবার

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার (২৩ মে)।

নির্বাচনে অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হবেন।


 
এর বাইরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে আরও ২০ জন মনোনীত পরিচালকসহ ৫২ জনকে নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠিত হবে।
 
এর আগে বৃহস্পতিবার (২১ মে) চেম্বার গ্রুপের পরিচালক পদপ্রার্থীদের নির্বাচন বোর্ডের পক্ষ থেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। রাজধানীর একটি হোটেলে এ পরিচিতি সভায় নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফের সভাপতিত্বে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদসহ নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য, পরিচালক প্রার্থী ও এফবিসিসিআইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে অধ্যাপক আলী আশরাফ প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিলের মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন।
 
বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসই/এসএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।