ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই নির্বাচনের ভোট গণনা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এফবিসিসিআই নির্বাচনের ভোট গণনা চলছে ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৫-১৭ মেয়াদে পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা।



ভোটগ্রহণ শেষে শনিবার (২৩ মে) বিকেল সোয়া ৫টার দিকে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এম আলী আশরাফ সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
 
স্থান সংকুলান না হওয়ায় অনেকেই ভোট দিতে পারেন নি- এমন অভিযোগের বিষয়ে আলী আশরাফ বলেন, জায়গা আরও বড় পরিসরে হলে ভাল হতো। আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোট দেওয়ার আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তা পাওয়া যায়নি।

সকাল ৯টায় ফেডারেশন ভবনে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টা ১০ মিনিটে। এরপর রাত পৌনে ৮টায় ভোট গণনা শুরু হয়। প্রথমে চেম্বার গ্রুপের ভোট গণনা করা হচ্ছে। চেম্বার গ্রুপের ভোট গণনা শেষে অ্যাসোসিয়েশন গ্রুপের ভোট গণনা করা হবে।

বুথ সংশ্লিষ্টদের তথ্য মতে, নির্বাচনে ভোট পড়েছে ৮৮.৬০ শতাংশ। ২ হাজার ২০৬ ভোটারের মধ্যে চেম্বার গ্রুপ থেকে মোট ৪৩৬ ভোটারের মধ্যে ৪১৮ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপের ১৭৬৬ ভোটারের মধ্যে ১৫৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট গণনা শেষে রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে।

এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হবেন। এর বাইরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে আরও ২০ জন মনোনীত পরিচালকসহ ৫২ জন নিয়ে এফবিসিসিআই বোর্ড গঠিত হবে।

পরিচালক নির্বাচন শেষে আগামী ২৫ মে সভাপতি, প্রথম সহ-সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হবেন। সংগঠনের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন চেম্বার গ্রুপ থেকে। আর প্রথম সহ-সভাপতি নির্বাচিত হবেন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে।
 
এ বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে ৩২ পরিচালক পদের বিপরীতে ৬৩ প্রার্থী লড়াই করছেন। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে ৩০ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৩জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে ৩টি প্যানেল অংশ নিয়েছে। তবে সভাপতি পদে প্রার্থী রয়েছে দুটি প্যানেল থেকে। এর মধ্যে উন্নয়ন পরিষদ প্যানেলের নেতৃত্বে আছেন নিটল-টাটা গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।

তিনি রাজশাহী চেম্বারের প্রতিনিধি হিসেবে নির্বাচন করছেন। আর স্বাধীনতা পরিষদ প্যানেলের নেতৃত্বে আছেন এফবিসিসিআইর বর্তমান প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী। তিনি চট্টগ্রাম উইমেন চেম্বারের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এছাড়া, অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে আলাদাভাবে ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে আর একটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। এ প্যানেলে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, বাংলাদেশ কংক্রিট প্রোডাক্ট অ্যান্ড ব্লক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ড. কাজী এরতেজা হাসান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং প্রতিনিধি মো. শাফকাত হায়দার নেতৃত্বে আছেন।
 
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এএসএস/এইচএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।