ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মে ২৪, ২০১৫
ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা ও শরীয়তপুর অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন যশোরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হুদা খান প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন।



বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ইভিপি মো. আজিম উদ্দিন, এসভিপি ও হেড অব এইচআরডি মো. জাহাঙ্গীর বিন হামিদ, ভিপি ও হেড অব এফএডি কৃষ্ণ কমল ঘোষ, খুলনা ও শরীয়তপুরের রিজিওনাল হেডসহ ৩৩টি শাখার ব্যবস্থাপক ও নির্বাহীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান গ্রাহক সেবার গুণগত মান উন্নয়ন, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন, মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ব্যবস্থাপকদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে ২০১৫ সালে ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এসই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।