ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টেক ওয়ান গ্লোবাল- ব্যাংক এশিয়া চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মে ২৪, ২০১৫
টেক  ওয়ান গ্লোবাল- ব্যাংক এশিয়া চুক্তি সই

ঢাকা: ব্যাংক এশিয়া সম্প্রতি টেক ওয়ান গ্লোবাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে মাইক্রোসফট এন্টারপ্রাইজ চুক্তি সই করেছে। সম্প্রতি ব্যাংক এশিয়ার কর্পোরেট অফিসে এ চুক্তি সই হয়।



চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর মো: মেহমুদ হোসেন, টেক ওয়ান গ্লোবাল প্রাইভেট লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার লাহিরু মুনিন্দ্রাদাসা, মাইক্রোসফট  বাংলাদেশ লিমিটেডের  ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির।
 
চুক্তি সই অনুষ্ঠানে লাহিরু মুনিন্দ্রাদাসা বলেন, 'বাংলাদেশকে ডিজিটাল হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে নিতে ও ব্যবসায় গতি আনতে টেক ওয়ানে আমরা মাইক্রোসফট পণ্য এবং আমাদের নিজস্ব সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে গ্রাহকের চাহিদা অনুযায়ী সমাধান দিয়ে থাকি'।

সোনিয়া বশির কবির বলেন, 'একটি কোম্পানির সম্ভাবনা এবং দক্ষতার শীর্ষে পৌঁছানোর জন্য তথ্য প্রযুক্তি প্রধান ভুমিকা পালন করে। আমরা টেক ওয়ান এর মতো পার্টনারকে উৎসাহ ও সহযোগিতা দিয়ে সুন্দর ও কার্যকরী তথ্য প্রযুক্তি ব্যবস্থা তৈরি করতে দক্ষতার সাথে কাজ করে যেতে পারায় গর্বিত' ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।