ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিক্রয় ডটকমের সেলফি কন্টেস্টের পুরস্কার প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ২৪, ২০১৫
বিক্রয় ডটকমের সেলফি কন্টেস্টের পুরস্কার প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিক্রয় ডট কম আয়োজিত ‘পহেলা বৈশাখ সেলফি কন্টেস্ট’ এর শীর্ষ ৩ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বিক্রয় ডট কম’এর মার্কেটিং বিভাগের পরিচালক মিশা আলী সম্প্রতি বিজয়ীদের হাতে অ্যালকেটেল ওয়ান টাচ স্মার্টফোন তুলে দেন।



এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘অ্যাভেঞ্জারস-এইজ অব আলট্রন’এর প্রদর্শনী করা হয়। প্রত্যেক প্রতিযোগীকে অংশগ্রহণের জন্য অ্যাভেঞ্জারস সিনেমার দুটি করে টিকেট দেয়া হয়।

প্রতিযোগিতায় আফসানা ‘সিঙ্গেল সেলফি’ বিভাগে; শান্তা ও নিশাত ‘দ্বৈত সেলফি’ বিভাগে এবং কাওসার ‘গ্রুপ সেলফি’ বিভাগে জয়ী হয়। বিক্রয় ডট কম’এর ফেসবুক ফ্যান পেজ’এ প্রতিযোগিদের জমা দেওয়া সেলফিতে সর্বোচ্চ লাইকের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।

মিশা আলী বলেন, ‘এ প্রতিযোগিতা ঘিরে বিক্রয় ডট কম ব্যবহারকারীদের উৎসাহ আর উদ্দীপনা দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি। শীর্ষ ৩ বিজয়ীকে পুরস্কার দেওয়ার পাশাপাশি সকল অংশগ্রহণকারীদের জন্য সিনেমা প্রদর্শনীর আয়োজন মূলত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। ’ 

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মে: ২৪. ২০১৫
এসই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।