ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআইয়ের সভাপতি হলেন ‍মাতলুব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এফবিসিসিআইয়ের সভাপতি হলেন ‍মাতলুব আবদুল ‍মাতলুব আহমাদ

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৫-১৭ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। এছাড়া প্রথম সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শফিউল ইসলাম মহিউদ্দিন ও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম।



সোমবার (২৫ মে) বিকেলে এফবিসিসিআই’র কার্যালয়ে নতুন পরিচালনা পর্ষদ তাদের নির্বাচিত করেন। এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এম আলী আশরাফ এমপি তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
 
এর আগে গত ২৩ মে এফবিসিসিআই’র নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন উভয় গ্রুপে আবদুল ‍মাতলুব আহমাদের নেতৃত্বাধীন ব্যবসায়ী উন্নয়ন পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পায়।
 
চেম্বার গ্রুপের ১৬টি পরিচালক পদের মধ্যে মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদের ১২ জন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের ৪ জন নির্বাচিত হন।
 
অ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচনে মাতলুব আহমাদের প্যানেল ১৬টি পরিচালক পদের মধ্যে ১৩টিতে নির্বাচিত হয়। মো. সাফকাত হায়দার চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচিত হন ৩ জন।
 
চেম্বার গ্রুপের নির্বাচনে ব্যবসায়ী উন্নয়ন পরিষদের নির্বাচিতরা হলেন- মো. আমিনুল হক শামিম, দিলিপ কুমার আগারওয়াল, গাজী গোলাম আশরিয়া, শেখ ফজলে ফাহিম, মো. নিজাম উদ্দিন, প্রবীর কুমার সাহা, নুরুল হুদা মুকুট, হাসিনা নেওয়াজ, নাগিবুল ইসলাম দিপু, মো. বজিউর রহমান, মোহাম্মদ আনওয়ার সাদাত সরকার, রেজাউল করিম রেজনু।

চেম্বার গ্রুপের নির্বাচনে স্বাধীনতা পরিষদে নির্বাচিতরা হলেন- মনোয়ারা হাকিম আলী, মাসুদ পারভেজ খান (ইমরান), তবারকুল তোসাদ্দেক হোসেন খান টিটো, মো. কোহিনুর ইসলাম, মো. মাসুদ।
 
অ্যাসোসিয়েশন প্যানেলের নির্বাচিতরা হলেন- হেলাল উদ্দিন, নিজাম উদ্দিন রাজেশ, মো. হারুন-অর রশিদ, শামীম আহসান, আবু মোতালেব, মো. হাবিবুল্লাহ দেওয়ান, কে এম আখতারুজ্জামান, এম শয়েব চৌধুরী, মো. মুন্তাকিব আশরাফ, এম এম জাহাঙ্গীর হোসেন, মো. আবু নাসের, মো, আবুল আয়েস খান, খন্দকার রহুল আমিন, মো. আমিন হোলালী, মো. সাফকাত হায়দার চৌধুরী এবং মো. শফিকুল ইসলাম ভরসা।
 
এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হন। এর বাইরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে আরও ২০ জন মনোনীত পরিচালকসহ ৫২ জন নিয়ে এফবিসিসিআই বোর্ড গঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ২৫, ২০১৫/আপডেট: ১৭৫০ ঘণ্টা
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।