ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কালিগঞ্জে রূপালী ব্যাংকের নতুন শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মে ২৫, ২০১৫
কালিগঞ্জে রূপালী ব্যাংকের নতুন শাখা সংগৃহীত

ঢাকা: অনলাইন ব্যাংকিং সেবা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৪৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বাশাইর বাজারে এ শাখার উদ্বোধন করা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক অ্যাডভোকেট সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, মহাব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ, উপ-মহাব্যবস্থাপক আবুল বাসার, আবদুর রহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এসই/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।