ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

না.গঞ্জে অর্থনৈতিক অঞ্চল করতে ত্রিপক্ষীয় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মে ২৫, ২০১৫
না.গঞ্জে অর্থনৈতিক অঞ্চল করতে ত্রিপক্ষীয় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী কার্যালয় নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী বোর্ডের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সচিব পবন চন্দ্র চৌধুরী বলেছেন, বিদেশী বিনিয়োগকারী পাওয়া যাক বা না যাক, যে কোনো মূল্যেই প্রধানমন্ত্রী অনুমোদিত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শান্তিরচরে অনুমোদিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৫ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, বিকেএমইএ ও বেজা কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আলোচনা সভায় সচিব এ সব কথা বলেন।



তিনি বলেন, দেশে কর্মসংস্থানের অভাবে বাংলাদেশের মানুষ বিদেশে পাড়ি জমাতে সাগরে ভাসছেন। এমন অবস্থায় যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে এ পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে। পরিকল্পনার অভাবে নারায়ণগঞ্জে তেমন কোনো উন্নয়ন হয়নি।

জাপানি বিনিয়োগকারী সংস্থা বাংলাদেশে বিনিয়োগে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছে এবং তারা ঢাকার কাছাকাছি এলাকায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে আগ্রহী। সে হিসেবে নারায়ণগঞ্জের পাশাপাশি গাজীপুর এবং নরসিংদীতে তাদের জমি দেখানো হয়েছে। কিন্তু তারা নারায়ণগঞ্জের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছেন।

সেই দিক থেকে সামনে নারায়ণগঞ্জের জন্য সম্ভাবনাময় দিন অপেক্ষা করছে। সবার সহযোগিতায় আগামী দিনে নারায়ণগঞ্জ হবে জাপানি বিনিয়োগের বাংলাদেশ।

বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, শান্তিরচর এলাকায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে বন্দর ও সোনারগাঁও এলাকার অন্তত ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। মানুষের কর্মসংস্থান করা হোক, এটাই বিকেএমইএ’র মূল উদ্দেশ্য।

জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বেজা কর্মকর্তা ও যুগ্ম সচিব হরিপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছিদ্দিকুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাসনিম জেবিন বিনতে শেখ, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনারা নাজমীন, বন্দর উপজেলা ভূমি কর্মকর্তা নাহিদা বারী, বিকেএমইএ’র সাবেক সভাপতি মঞ্জুরুল হক, সাবেক সভাপতি ফজলুল হক, সহসভাপতি মনসুর আহম্মেদ, সহসভাপতি আসলাম সানী, সহসভাপতি (অর্থ) জিএম ফারুক, সচিব সুলভ চৌধুরী, যুগ্ম সচিব গিয়াসউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।