ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেন্ট-এ কার ব্যবসায়ীদের আয়কর থেকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মে ২৫, ২০১৫
রেন্ট-এ কার ব্যবসায়ীদের আয়কর থেকে অব্যাহতি

ঢাকা: রেন্ট-এ কার ব্যবসায়ীদের (গাড়ি ভাড়ার ব্যবসা) আয়কর থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
সম্প্রতি এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।


 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেন্ট-এ কার ব্যবসায়ীরা গাড়ি ভাড়ার ওপর যে আয় করেন তার ওপর কর অব্যাহতি দেওয়া হলো। তবে ব্যবসায়ীদের গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়নের তারিখ শেষ হওয়ার আগে অগ্রিম আয়কর (এআইটি) পরিশোধ করতে হবে।
 
অগ্রিম আয়করের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার রশিদ জমা না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রেশন বা ফিটনেস নবায়ন করা হবে না।
 
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মাইক্রোবাসের ফিটনেস নবায়ন বা নতুন রেজিস্টেশনের সময় ২০ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হবে। এছাড়া ১৫০০ সিসি পর্যন্ত মোটরকার বা জিপ প্রতিটির জন্য অগ্রিম আয়কর দিতে হবে ১৫ হাজার টাকা।

একইভাবে ২০০০ সিসি পর্যন্ত ৩০ হাজার, ২৫০০ সিসি ৫০ হাজার, ৩০০০ সিসি ৭৫ হাজার, ৩৫০০ সিসি ১ লাখ, ৩৫০০ সিসির বেশি ১ লাখ ২৫ হাজার টাকা দিতে হবে।
 
একাধিক মাইক্রোবাস, মোটরকার বা জিপ গাড়ির জন্য অতিরিক্ত আরও ৫০ শতাংশ অগ্রিম আয়কর দিতে হবে।
    
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যক্তিগত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, পাবলিক বিশ্ববিদ্যালয়, দূতাবাস, জাতিসংঘের মালিকানাধীন গাড়ির ক্ষেত্রে এ কর অব্যাহতি পাবে না।
 
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ২৫, ২০১৫
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।