ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেপালে ভূমিকম্প দুর্গতদের আর্থিক সহায়তায় রংপুর চেম্বার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মে ২৮, ২০১৫
নেপালে ভূমিকম্প দুর্গতদের আর্থিক সহায়তায় রংপুর চেম্বার

রংপুর: নেপালে ভূমিকম্প দুর্গতদের সহায়তায় নেপাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রংপুর শাখাকে এক লাখ একুশ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে রংপুর চেম্বার।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে রংপুর চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নেপাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রংপুর জেলা শাখার সভাপতি ডা. অবিনাশ রায়ের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।



রংপুর চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজতোবা হোসেন রিপন, ভাইস প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর ডেন্টাল কলেজের ডিএমডি ও নেপাল ভূমিকম্প দুর্গত সহায়তা কমিটির আহ্বায়ক মো. আশরাফুল আলম আল আমিন প্রমুখ।
 
এছাড়াও এ অনুষ্ঠানে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা, পরিচালকবৃন্দ, সাবেক কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, চেম্বারের সাধারণ সদস্যবৃন্দ, রংপুর উইমেন চেম্বারের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ এবং রংপুর ডেন্টাল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজে অধ্যয়নরত নেপালের শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এসইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।