ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫ ঘণ্টা পর সচল সোনামসজিদ স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ২৬, ২০১৫
৫ ঘণ্টা পর সচল সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জ: শ্রমিক ধর্মঘটে পণ্য লোড ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের কাযক্রম।

মঙ্গলবার (২৬ মে) বিকেল ৪টার দিকে শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিলে বন্দরের কার্যক্রম সচল হয়।

 

এরআগে বেলা ১১টার দিকে আদালত কর্তৃক নির্ধারিত মজুরির দাবিতে এবং বন্দরের ট্রাক টার্মিনালে চাঁদাবাজির প্রতিবাদে আকস্মিক ধর্মঘট শুরু করে সোনামসজিদ শ্রমিক সমন্বয় কমিটি।

এতে ভারত থেকে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও বাংলাদেশি ট্রাকে পণ্য উত্তোলন বন্ধ হয়ে যায়।

পরে পানামা পোর্ট লিংক লিমিটেড মিলনায়তনে এক জরুরি বৈঠক শেষে শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসানের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকরা।

সোনামসজিদ বন্দর পরিচালনা কমিটির সভাপতি ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।