ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এআইবিএল ও এমআইএসএলের মধ্যে সমঝোতা সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এআইবিএল ও এমআইএসএলের মধ্যে সমঝোতা সই ছবি : সংগৃহীত

ঢাকা: আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ও সফটওয়্যার কোম্পানি মিলেনিয়াম ইনফরমেশন সলিউশনের (এমআইএসএল) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) ব্যাংকের বোর্ডরুমে এ সমঝোতা স্মারক সই হয়।

ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, এ চুক্তির ফলে দেশের সফটওয়্যার কোম্পানি এমআইএসএলের ৫১ শতাংশ শেয়ারের মালিকানা লাভ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

আল-আরাফাহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ও এমআইএসএলের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসাইন নিজ নিজ পক্ষে সমঝোতায় সই করেন।

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এস এম শামিম ইকবাল, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউর রহমান, কোম্পানি সচিব মোফাজ্জল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নাদিম, সৈয়দ মাসুদুল বারী, এমআইএসএলের পরিচালক ফকরুজ্জামান, মীর মাহফুজ-উর রহমান, ব্যবস্থাপক (অর্থ) নজরুল ইসলাম ও উপদেষ্টা মো. শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এসএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।