ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় ওয়ালটনের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মে ২৭, ২০১৫
খুলনায় ওয়ালটনের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় ওয়ালটনের পরিবেশক সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) বিকেল ৪টায় খুলনার হোটেল অ্যাম্বাসেডরে এ সম্মেলনের আয়োজন করে ওয়ালটন প্লাজা খুলনা জোন।



পরিবেশক সম্মেলনে পরিবেশকদের নতুন নীতিমালা সম্পর্কে জানানোসহ বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বিক্রয় পরিকল্পনা সম্পর্কেও জানানো হয়। সম্মেলনে খুলনা জোনের ৪০ জন পরিবেশক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট-৩’র প্রধান সিনিয়র সহকারী পরিচালক শফিউল্লাহ লিটন।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট-৩’র সেকেন্ড ইন কমান্ড ও সহকারী মহাব্যবস্থাপক শফিকুল আজাদ।

অনুষ্ঠানে ছিলেন, খুলনা জোনের এরিয়া ম্যানেজার ফারুক হোসেন, যশোর জোনের এরিয়া ম্যানেজার নাজমুল হাসনাত, ফরিদপুর জোনের এরিয়া ম্যানেজার রেজাউল করিম প্রিন্স, কুষ্টিয়া জোনের এরিয়া ম্যানেজার কামরুল হাসান, বরিশাল জোনের এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন, প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট-৩’র ক্রেডিট মনিটরিং অফিসার হুমায়ুন কবির হিমু, মোটরসাইকেল অ্যান্ড সেলফোন মনিটরিং অফিসার স্বপন কুমার পালসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এমআরএম/এসএন/আরআই
 



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।