ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস অ্যাডভাইজারি কাউন্সিলর মঈনুল ইসলাম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মে ২৭, ২০১৫
ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস অ্যাডভাইজারি কাউন্সিলর মঈনুল ইসলাম এ কে এম মঈনুল ইসলাম মঈন

ঢাকা: সিএমও এশিয়ার ‘ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস’ এর অ্যাডভাইজারি কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস এ কে এম মঈনুল ইসলাম মঈন।  

তিনি ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসের কাউন্সিলর হিসেবে এর বিভিন্ন কর্মকাণ্ডে কৌশল নির্ধারণ ও বাস্তবায়নে ভূমিকা পালন করবেন।

‘ইফ নট নাউ, হোয়েন’ থিম নিয়ে আগামী আগস্ট মাসে সিঙ্গাপুরে আয়োজিত ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসের ২৪তম সম্মেলনে তিনি অংশ নেবেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সেরা ব্র্যান্ড ও মার্কেটিং নেতৃবৃন্দের এই সম্মেলনে ব্র্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই অ্যাওয়ার্ডের ক্যাটাগরি ও মনোনীতদের নির্ধারণে তার ভূমিকা রাখার সুযোগ রয়েছে।    
 
মঈনুল ইসলাম মঈন গত বছর ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস কর্তৃক প্রদত্ত বিশ্বের সেরা ১০০ ‘মোস্ট ট্যালেন্টেড গ্লোবাল মার্কেটিং লিডার’  অ্যাওয়ার্ড লাভ করেন

এছাড়াও তার পরিচালনায় প্রাণ কনফেকশনারি লিমিটেড পরপর ২বার কনফেকশনারি ক্যাটাগরিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ লাভ করে।

বিগত ১৪ বছর যাবত তিনি এফএমসিজি সেক্টরে বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে ব্র্যান্ড, মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট  নিয়ে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এসআই/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।