ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইএফআইএল’র নতুন চেয়ারম্যান মোস্তানসের বিল্যাহ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মে ২৮, ২০১৫
আইএফআইএল’র নতুন চেয়ারম্যান মোস্তানসের বিল্যাহ

ঢাকা: বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তানসের বিল্যাহ ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) চেয়ারম্যান এবং রেজাকুল হায়দার ও আনিস সালাহউদ্দিন আহমাদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সভায় আনোয়ার হোসেন চৌধুরী ইসি চেয়ারম্যান এবং অধ্যাপক ড. গাজী মো. আহসানুল কবীর অডিট কমিটির চেয়ারম্যান পুনঃনির্বাচিত হন।



সম্প্রতি আইএফআইএল ঢাকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ১৮৩তম পরিচালনা পর্ষদের সভায় তারা নির্বাচিত হন।

নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তানসের বিল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিচালক কেবিএম মঈন উদ্দিন চিশতী, এসএম বখতিয়ার আলম, হোসাইন মাহ্মুদ, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, ডিএমডি অ্যান্ড সিএফও কাজী আজিজ আরশাদ, কোম্পানি সচিব রেজাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।