ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রতিটি ব্যাংকে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের পরামর্শ গর্ভনরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মে ২৮, ২০১৫
প্রতিটি ব্যাংকে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের পরামর্শ গর্ভনরের

ঢাকা: প্রতিটি ব্যাংকে সিএসআর কর্মসূচির আওতায় একটি করে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।



গর্ভনর বলেন, দেশের বেকারত্ব দূরীকরণে এই দক্ষতা উন্নয়ন কেন্দ্র সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ লাভজনক খাত পোশাক শিল্প। যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে যদি পোশাক শিল্পের বিভিন্ন পদে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, তবে দেশ আরও এগিয়ে যাবে।

আতিউর রহমান আরও বলেন, কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার লোভে অবৈধভাবে বিদেশে যেতে চেয়ে আজ সাগরে ভাসছে। এর চেয়ে দুঃখজনক আমাদের জন্য আর কিছু হতে পারে না।

সরকার এসব মানুষদের ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলেও এসময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় সভাপতির বক্তব্যে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান একে আজাদ বলেন, অনেক ত্যাগ সংগ্রাম করেই আজ এখানে এসেছি। আমি মরে যাওয়ার পর সমাজ আমাকে কিভাবে মনে রাখবে সেরকম কিছু করেই যাওয়াই বড় কথা।

নদীতে আমাদের দেশের মানুষ ও লাশ ভাসছে। দেশ এখন এতটা গরীব নয়। একজন দিনমজুর গ্রামে থেকে দৈনিক ৪ থেকে ৫শ‘ টাকা আয় করতে পারে। মানুষের ইমানের জোর কমে গেছে। অতিদ্রুত বড়লোক হতে চায়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে একে আজাদ বলেন, তোমাদের মধ্যে প্রতিজ্ঞা থাকতে হবে। লেখাপড়া পাশাপাশি টিউশনি ও অন্য কাজ করার। আমার নিজের ছেলেকেও এটা বলেছি।

তবে লেখাপড়ার মান আগের চেয়ে অনেক কমে গেছে। আমাদের সন্তানদের কারিগরি শিক্ষা দিতে হবে। যাতে মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে না পরে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, শাহ্‌জালাল ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী তৌহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩শ’ জন এসএসসি পরীক্ষার্থী‍র হাতে এককালীন ২০ হাজার ও ২শ’ জন এইচএসসি পরীক্ষার্থীদের হাতে ২৫ হাজার করে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নিজেরে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ফাহাদ শেখ ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী উম্মে সালমা।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এসই/এটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।