ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিডল্যান্ড ব্যাংক- ফিস অ্যান্ড কো. চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মে ২৮, ২০১৫
মিডল্যান্ড ব্যাংক- ফিস অ্যান্ড কো. চুক্তি সই

ঢাকা: সম্প্রতি মিডল্যান্ড ব্যাংক লিঃ এবং ফিস অ্যান্ড কো. রেস্টুরেন্টের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের ভিসা কার্ড গ্রাহকবৃন্দ ফিস এন্ড কো. রেস্টুরেন্টের বিলের  উপর বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।



ঢাকাস্থ ওরিয়ন হাউজে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোঃ রেদোয়ানুল হক এবং ওরিয়ন গ্রুপের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্যবস্থাপক চৌধুরী খালেদ মাসুদ স্ব স্ব প্রাতষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

মিডল্যান্ড ব্যাংকের প্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মাদ এইচ. কাফী, এসভিপি খন্দকার রাশেদ এস জামান, হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওরিয়ন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফিস অ্যান্ড কো. রেস্টুরেন্ট।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এনএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।