ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পিডিবিএলের নতুন কমিটি গঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মে ২৮, ২০১৫
পিডিবিএলের নতুন কমিটি গঠিত আনিস এ খান ও সহিদ হোসেন

ঢাকা: প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এমডি আনিস এ খান। ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন সাউথইস্ট ব্যাংকের এমডি সহিদ হোসেন।



এছাড়া এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অসিম কুমার সাহা ১২ সদস্যের পিডিবিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার আনিস এ খানের সভাপতিত্বে সংগঠনের সপ্তম বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের ১২ জন পরিচালক নির্বাচন করা হয়। পর্ষদে নিম্নলিখিত ব্যাংকগুলোর এমডিরা পরিচালক নির্বাচিত হয়েছেন।

ব্যাংকগুলো হলো- সোনালী, অগ্রণী, জনতা, এবি, যমুনা, মার্কেন্টাইল, মিউচুয়াল ট্রাস্ট, এনবিএল, এনসিসি, প্রাইম, সাউথইস্ট ও উত্তরা ব্যাংক।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।