ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসএমই ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ার বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এসএমই ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ার বাংলাদেশ ব্যাংক

ঢাকা: আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাসমূহের আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘অ্যালায়েন্স ফর ফাইনান্সিয়াল ইনক্লুশন’ বাংলাদেশ ব্যাংককে সংস্থাটির এসএমই ফাইনান্স ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ার নির্বাচিত করেছে।

(২৭ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এসএমই ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয়।


 
ওয়ার্কিং গ্রুপে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করছেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আশরাফুল আলম।

উক্ত সভায় ভারত, কেনিয়া, পেরু এবং ফিলিপাইনের প্রার্থিতার বিরুদ্ধে অধিকাংশ সদস্যের সমর্থনে নির্বাচিত হয় বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির কাজে সক্রিয় অংশগ্রহণ ও সহায়ক ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে নির্বাচিত করা হয়।

পরবর্তী দু’বছর এসএমই ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দেবে বাংলাদেশ ব্যাংক এবং ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক ওয়ার্কিং গ্রুপটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এসই/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।