ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তালার খলিলনগর ইউনিয়নের বাজেট ঘোষণা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ২৯, ২০১৫
তালার খলিলনগর ইউনিয়নের বাজেট ঘোষণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট পেশ অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থবছরের জন্য এক কোটি ৪০ লাখ ৬ হাজার ৫৩১ টাকার বাজেট ঘোষণা করা হয়।



শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৬টার দিকে খলিলনগর ইউনিয়ন পরিষদ মাঠে উন্মুক্ত এ বাজেট ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে বাজেট ঘোষণা করেন-খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু।

খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান।

ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল করিমের পরিচালনায় সেখানে বক্তব্য রাখেন-খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলী, মুক্তিযোদ্ধা কোহিনুর বিশ্বাস, ইউপি সদস্য শেখ আক্কাজ আলী, মেহেদী হাসান পাড়, লিয়াকত মোড়ল ও সমাজসেবক সরদার আফজাল হোসেন প্রমুখ।  

বাজেট অধিবেশনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি, ইউনিয়ন ও ওয়ার্ড ওয়াটসান কমিটি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, গ্রাম উন্নয়ন কমিটি, হাইজিন গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাজেট সম্পর্কে মুক্ত আলোচনায় পুরুষের পাশাপাশি নারীরাও তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ইউনিয়নের চেয়ারম্যান সব সমস্যা বাজেটের মধ্যে অন্তর্ভুন্ত করার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ২৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।