ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মে ৩০, ২০১৫
চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন’

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ জোনের ২দিন ব্যাপী “ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০১৫” ২৯-৩০ মে ২০১৫ চট্টগ্রামের স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে ডেপুটি ম্যানেজিং মো. মাহবুব-উল-আলম, আব্দুস সাদেক ভুইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মুহম্মদ আমীরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর  জোনপ্রধান  মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং আইবিটিআরএ চট্টগ্রাম রিজিওনাল সেন্টারের প্রধান ড. মাহমুদ আহমেদ ও  মো. সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে দু’টি জোনের ৪২ জন শাখা ব্যবস্থাপক, ম্যনেজার অপারেশন্স ও নির্বাচিত কর্মকর্তাগণ অংশ নেন।  

প্রধান অতিথির ভাষণে মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ইসলামী ব্যাংক শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য প্রসারের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। শ্রমঘন ও বৃহৎ শিল্পের পাশাপাশি রপ্তানিমূখী ও আমদানি বিকল্প ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরিতে ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে সংগৃহীত আমানত এ অঞ্চলের উন্নয়নে বিনিয়োগ করা হবে। এজন্য নতুন নতুন খাত ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে ব্যাংকিং সেবা আরো বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আহ্বান জানাই।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এএসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।