ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনালী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
সোনালী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

ঢাকা: রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন পর্ষদের চেয়ারম্যান ফজলে কবির।
 
এ সময় অর্থ-মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. রিজওয়ানুল হুদা, পরিচালনা পর্ষদের সদস্য রণজিৎ কুমার চক্রবর্তী, মো. নজিবর রহমান, শেখর দত্ত, মো. মাহবুব হোসেন, মো. সাহেব আলী মৃধা, কাজী তরিকুল ইসলাম, মো. এনামুল হক চৌধুরী, এ কে এম রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বার্ষিক সাধারণ সভায় পরবর্তী মেয়াদের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের পুনঃনির্বাচন, কোম্পানির ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন, অডিটর নিয়োগ ও কোম্পানির সার্বিক ব্যবসায়িক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।