ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অক্টোবরে আরটিজিএস, ৩০ সেকেন্ডেই ক্যাশ স্থানান্তর

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
অক্টোবরে আরটিজিএস, ৩০ সেকেন্ডেই ক্যাশ স্থানান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেছেন, আগামী অক্টোবরের ৮ তারিখের মধ্যেই বাংলাদেশে আরটিজিএস নিয়ে আসার জন্য আমরা পরিকল্পনা করছি। যুগের সাথে তাল মিলিয়ে ব্যাংকিং খাত এখন অনেক উন্নত হয়েছে এবং আরটিজিএস এর অন্যতম অন্তর্ভুক্তি।

এটা ওয়ান টু ওয়ান টাকা স্থানান্তরের অনলাইন প্রক্রিয়া যাতে কোন রকম ঝামেলা ছাড়াই লেনদেন সম্ভব।

শনিবার (৩০ মে, ২০১৫) রাজধানীর পূর্বানী হোটেলে সিটিও ফোরাম বাংলাদেশ এবং বাংলাদেশে ব্যাংক আয়োজিত ‘রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যদিও ক্যাশ টাকা স্থানান্তরের নতুন প্রযুক্তি নিয়ে আসা এবং তা পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু আলোচনার মাধ্যমে লোকজনের মাঝে এর ধারণা ছড়িয়ে দেওয়া গেলে এটাকে পরিচিত করাও খুব কঠিন কিছু নয়। এটা এমন কটি প্রাযুক্তিক সল্যুশন যার মাধ্যমে গ্রাহক ৩০ সেকেন্ডেই ক্যাশ টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করতে পারবেন।

সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর খন্দকার আলি কামরান আল জাহিদ।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার(পিএসডি) কে এম আব্দুল ওয়াদুদ এবং ফ্লোরা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা শামসুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তৃতা করেন।

সেমিনারে প্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্লোরা লিমিটেড একটি রিয়েল টাইম পেমেন্ট সল্যুশন প্রদর্শন করে।

প্রবন্ধ পাঠে খন্দকার আলি কামরান আল জাহিদ আরটিজিএস কিভাবে কাজ করে এবং ডিজিটাল ব্যবসায়িক সিস্টেমে টাকা লেনদেনের এটি কিভাবে সহযোগিতা করবে তা তুলে ধরেন।

তিনি বলেন, ব্যাংক একই হলে অন্যান্য সাধারণ লেনদেনের সাথে এটি বিটুবি লেনদেনকে ত্বরান্বিত করবে। তবে পরিচালনা এবং গ্রাহককে ক্যাশ নিশ্চিত করাটাই আরটিজিএসের প্রধান চ্যালেঞ্জ।

সেমিনারে সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার বলেন, অনলাইনে জটিলতা মূক্ত তাৎক্ষণিক সেবা প্রদানে একটি কার্যকরি পদ্ধতি আরটিজিএস। এটি ব্যাক্তি পর্যায়ে তাৎক্ষণিক লেনদেন এবং ক্রেতার ডেবিট ক্রেডিট হিসাবে নির্ভুলতা এবং নিরাপত্তা নিশ্চিত করণে কার্যকর। এর প্রসার দেশের জিডিপিতেও অবদান রাখতে পারে বলে মনে করি।

সেমিনারে আরটিজিএস এর বিভিন্ন সুবিধা, সেবা, চ্যালেঞ্জ এবং এই পদ্ধতিতে রূপান্তরের জন্য কি পরিবর্তন দরকার সে সম্পর্কে আলোচনা করতে বিভিন্ন ব্যাংকের প্রযুক্তি কর্মকর্তাদের নিয়ে প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়।

এতে এর প্রাযুক্তিক দিক, সফটওয়্যার এবং সিকিউরিটি নিয়েও আলোচনা করার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

এতে ছিলেন উপস্থিত ছিলেন সিটিও ফোরাম বাংলাদেশের মহাসচিব ডঃ ইজাজুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (পিএসডি)রেজাউল করিম, সাউথ-ইস্ট ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এস এম মাইনুদ্দীন চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইভিপি অ্যান্ড সিআইও মো: শাহ আলম পাটোয়ারী, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র সিস্টেম এনালিস্ট মোঃ রাহাত উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম এনালিস্ট হিমাদ্রি শেখর সরদার ও মো: মশিউজ্জামান।

আরটিজিএস একটি উন্নত প্রযুক্তির ডিজিটাল ব্যাংকিং পদ্ধতি যার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে  তাৎক্ষণিক তহবিল স্থানান্তর করা যায়। এটি প্রচলিত পদ্ধতি থেকে অনেক নিরাপদ পদ্ধতি হিসেবেই বিশ্বব্যাপী স্বীকৃত।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।