ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই’র নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এফবিসিসিআই’র নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে আকরাম উদ্দীন আহমেদের নেতৃত্বাধীন সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদ।

রোববার দুপুরে নব নির্বাচিত সভাপতি নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের কাছে এ দায়িত্বভার অর্পণ করা হয়।



এ সময় নতুন পরিচালনা পর্ষদের সকল সদস্য, পূর্ববর্তী সভাপতিবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ মে (শনিবার) ঢাকায় মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের ২০১৫-১৭ সাল মেয়াদী দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের উন্নয়ন পরিষদ প্যানেল জয় পায়। পরিচালক পদের ৩২টির মধ্যে ২৫টিতেই এই প্যানেল জয়ী হয়।

নতুন পর্ষদের প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন। আর সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম চেম্বারের নেতৃত্বে থাকা মাহাবুবুল আলম। তাঁরা ৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মে ৩০, ২০১৫
ইউএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।