ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুদ হার ৯-এ নামিয়ে আনতে চায় নতুন পর্ষদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ৩১, ২০১৫
সুদ হার ৯-এ নামিয়ে আনতে চায় নতুন পর্ষদ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই’র ২২তম পর্ষদের মূল কাজ হবে সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনা। এমনটাই জানালেন নতুন দায়িত্ব নেয়া সভাপতি আবদুল মাতলুব আহমাদ।



রোববার(৩১ মে’২০১৫) বেলা সাড়ে এগারটায় এফবিসিসিআই’র সম্মেলন কক্ষে বিদায়ী পর্ষদ নব নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করে।

দায়িত্ব হস্তান্তরের পর  দুপুর ১টায় নতুন সভাপতি আবদুল মাতলুব আহমাদ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি বলেন, অনেক বাধার পরও ২১তম কমিটি দেশের রফতানি বাড়াতে সক্ষম হয়েছিলো। এজন্য আমি তাদের অভিনন্দন জানাই। নির্বাচন শেষ, এখন কেবল কাজ করার সময়। আমি সারাদেশ ঘুরেছি। সব ব্যবসায়ীদের চাহিদা ব্যাংকের সুদের হার কমিয়ে আনা। আমাদের মূল লক্ষ্য সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনা। আমাদের প্রথম মিটিং হবে ১ জুন। আলোচনার এজেন্ডা এফসিসিআইকে রিফর্ম করা। সবার মত নিয়ে এই রিফর্ম করা হবে।

তিনি আরও বলেন, আশা করছি আমাদের দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীক সম্পর্ক আরও ভাল হবে। একইভাবে আমরা প্রথম বছর প্রতি জেলা থেকে ৩জন নতুন শিল্পোদ্যোক্তা বের করবো। এভাবে আমাদের এ কাজ চলতে থাকবে।

এসময় নব নির্বাচিত কমিটির সব সদস্য অংশ নেন।
 
এফবিসিআই’র সদ্য বিদায়ী সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেন, আমি গত আড়াই বছর এফবিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় কর্মকর্তারা আমাকে সব ধরনের সহায়তা করেছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করছি বর্তমান কমিটিকেও তারা একইভাবে সহায়তা করবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে আমরা ব্যাংকের সুদ সিঙ্গেল ডিজেটে আনার চেষ্টা করেছি। আশা করছি বর্তমান সভাপতি বিষয়টিতে কাজ করবেন।

তিনি আরও বলেন, আগামী দিনে আমাকে যে কোনো প্রয়োজনে ডাকলে আমি আসব। আমি যা করতে পারিনি তা বর্তমান কমিটি সম্পন্ন করবে বলে আশা করছি।

এফবিসিআই সভাপতি হিসেবে আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে মোট ৫২ জন নতুন দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
ইউএম/এনএস/

** এফবিসিসিআই’র নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।