ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ালিউল্লাহর সন্তানদের শিক্ষাবৃত্তি দিতে গর্ভনরের আহবান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১৫
ওয়ালিউল্লাহর সন্তানদের শিক্ষাবৃত্তি দিতে গর্ভনরের আহবান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ কমার্স ব্যাংকের সাভারের কাঠগড়া শাখার নিহত ব্যবস্থাপক ওয়ালিউল্লার সন্তানদের পড়ালেখার খরচ যোগাতে ব্যাংকগুলোকে শিক্ষাবৃত্তি দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

রোববার (৩১ মে) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে কাঠগড়া শাখায় জঙ্গি হামলা ও ডাকাতির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।



গর্ভনর বলেন, ওয়ালিউল্লাহর সন্তানদের পড়ালেখায় চালিয়ে যেতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় শিক্ষাবৃত্তি দিতে পারে দেশে কার্যরত সকল ব্যাংকগুলো। বিভিন্ন সময় ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় সহযোগিতা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলেও আশা প্রকাশ করেন গর্ভনর।

অনুষ্ঠানে ওয়ালিউল্লাহর স্ত্রী মেরী খাতুনের হাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ১ লাখ টাকা ও কমার্স ব্যাংকের ৫ লাখ টাকার চেক তুলে দেন গর্ভনর। এছাড়াও ওই শাখার গ্রাহক সাহাবুদ্দিন মোল্লা পলাশের স্ত্রী নাজনীন বিনতে মতিন, নূর মোহাম্মদের স্ত্রী নূর খাতুন, গানম্যান কাজী বদরুল আলমের স্ত্রী সেলিনা খাতুন, সিকিউরিটি গার্ড ইব্রাহিম মন্ডলের স্ত্রী ইয়াসমীন খাতুন, স্থানীয় ব্যবসায়ী মনিরুজ্জামানের স্ত্রী আলেয়া বেগম, জমির আলীর স্ত্রী শম্পা বেগম ও ইউপি সদস্য আইয়ুব আলীর স্ত্রী মরিয়ম বেগমের হাতে এক লাখ টাকার দু’টি করে চেক তুলে দেন।



বাংলাদেশ ব্যাংকের সিএসআর ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান।

তিনি বলেন, যারা মারা গেছেন, তারা বীরত্বের পরিচয় দিয়ে ভাবষ্যত প্রজন্মের জন্য ইতিহাস সৃষ্টি করে গেছেন। দেশের স্বার্থে তাদের বীরত্ব আমাদের অনেক শিক্ষনীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান ইউসুফ আলী হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী, নিহত ওয়ালিউল্লাহর স্ত্রী মেরী খাতুন প্রমুখ।

ওয়ালিউল্লাহর তিন মেয়ে অভি, অপি, ঐশি ও ছেলে শ্রাবণ। বড় দুই মেয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ালেখা করে।

গত ২১ এপ্রিল সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে অবস্থিত বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনায় ব্যবস্থাপক ওয়ালিউল্লাহসহ ৮ জন নিহত হন। এ ঘটনায় আহতদের চিকি‍ ‍ ৎসার পুরো খরচ বহন করছে কমার্স ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।