ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সংশোধিত অর্থনৈতিক অঞ্চল আইনের খসড়ার চূড়ান্ত ‍অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুন ১, ২০১৫
সংশোধিত অর্থনৈতিক অঞ্চল আইনের খসড়ার চূড়ান্ত ‍অনুমোদন ছবি: সংগৃহীত

ঢাকা: জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) এর মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন ২০১৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এই সংশোধনীর ফলে বিদ্যমান প্রাপ্তির ক্ষেত্র ছাড়াও অন্যান্য দেশের সরকারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা যাবে।

এছাড়া সিটি করপোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিল্পের জন্য অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা যাবে।

জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল-এর খসড়ারও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। এর ফলে ঝুঁকিপূর্ণ যেকোনো বয়েসের মানুষকে সামাজিত নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হবে এবং প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে। সাধারণ মানুষের চেয়ে প্রতিবন্ধীরা বেশি সুযোগ-সুবিধা পাবে।

এছাড়াও ভারতের সঙ্গে তিনটি চুক্তির খসড়া ও দুটি প্রটোকলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মো. মোশাররাফ হোসেন ভূইঞা ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।