ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অন্য দেশের সহযোগিতায় করা যাবে অর্থনৈতিক অঞ্চল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুন ১, ২০১৫
অন্য দেশের সহযোগিতায় করা যাবে অর্থনৈতিক অঞ্চল ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সরকারের সঙ্গে অন্য যে কোনো দেশের সরকার পর্যায়ে (জি টু জি) অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সুযোগ রেখে একটি আইনের সংশোধনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০১ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন-২০১৫’এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।



আইন সংশোধনের ফলে সিটি করপোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় শুধুমাত্র তথ্য প্রযুক্তি (আইসিটি) শিল্প স্থাপন করা যবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন-২০১০’এ চার ধরনের অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার বিধান রয়েছে।

‘বিদ্যমান আইনে সরকারি, বেসরকারি, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব এবং বিশেষায়িতভাবে অর্থনৈতিক অঞ্চল করার বিধান আছে। তবে দুই দেশের সরকার পর্যায়ে অর্থনৈতিক অঞ্চল করার বিধান নেই। ’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময় বিভিন্ন দেশ বাংলাদেশ সরকারের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে আগ্রহ প্রকাশ করেছে। এজন্য সংশোধিত আইনে অন্য দেশের সরকারের অংশীদারিত্বের ভিত্তিতে এ সুযোগ রাখা হয়েছে।

‘সংশোধিত আইনে সরকার টু সরকার পর্যায়ে অর্থনৈতিক অঞ্চল গঠনে পক্রিয়াকরণ কমিটি গঠন করা হবে। এই কমিটি কিভাবে গঠন করা হবে তা আইনের বিধি প্রণয়নের মাধ্যমে ঠিক করা হবে,’ যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।

মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, বিদ্যমান আইনে সিটি করপোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় অর্থনৈতিক অঞ্চল করা যাবে না বলে উল্লেখ রয়েছে। তবে সংশোধিত আইনে এসব এলাকায় শুধুমাত্র আইসিটি শিল্প স্থাপন করা যাবে। অর্থাৎ আরবান এলাকায় শুধুমাত্র আইসিটি শিল্প স্থাপন করা যাবে।

‘কারণ, অভিজ্ঞতায় দেখা গেছে, আইসিটি শিল্পে বিনিয়োগকারীরা বেশি দূরে যেতে চায় না,’ বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমআইএইচ/এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।