ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক হয়ে কাজ করলে সামগ্রিক উন্নয়ন সম্ভব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুন ১, ২০১৫
এক হয়ে কাজ করলে সামগ্রিক উন্নয়ন সম্ভব ছবি: দীপুু / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঐক্যবদ্ধভাবে কাজ করলে যেকোনো দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

সোমবার (০১ জুন) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



সদ্য ভয়াবহ ভূমিকম্পে নেপালে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশে কার্যরত বিভিন্ন ব্যাংকের সহায়তা হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. আতিউর রহমান বলেন,‘নেপালের বিদ্যু‍ৎ আমাদের দেশে আসতে পারে, আবার আমাদের চাল সেখানে যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোন দুঃসময়ে আমরা আমাদের সীমাবদ্ধতা উপলব্দি করতে পারি। তাই সহযোগিতা ও যোগাযোগ বাড়ানো দরকার। ’

‘এক সঙ্গে কাজ করতে পারলে যে কোনো দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব,’ যোগ করেন তিনি।

বাংলাদেশ গভর্নর বলেন, ‘বন্যা, খরা ও ঘূর্ণিঝড় দেখেছি। যা আমাদের নিঃশ্ব করে দিয়ে গেছে। এরপরও আমরা হাল ছাড়িনি। আমাদের সহ্য ক্ষমতা অনেক। সীমাহীন ধৈর্য্য আর সহ্যের কারণে আমরা ভবিষ্যতে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব হবে। ’

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এইচ কে শ্রেষ্ঠার হাতে দুই কোটি ৪৭লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেন ড. আতিউর রহমান।  

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশে কার্যরত ১২টি তফসিলি ব্যাংক ক্ষতিগ্রস্ত নেপালিদের সাহাযার্থে এগিয়ে এসেছে।

এরমধ্যে সবচেয়ে বেশি এক কোটি টাকা সহায়তা দিয়েছে বেসরকারি তফসিলি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবিএল)।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।