ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুন ২, ২০১৫
প্রাইম ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।



কোম্পানির সাবেক চেয়ারম্যান এম এ ওয়াহহাবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা এম এ খালেক। কোম্পানির অগ্রগতির ওপর আলোচনা পেশ করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মো: মোরতুজা আলী।

এম এ খালেক তার বক্তৃতায় বলেন, ইচ্ছা থাকলে উপায় হয়। এক সময় জীবন বীমাকে হারাম বলা হতো, কিন্তু প্রাইম ও ফারইস্ট ইসলামী লাইফ প্রতিষ্ঠার মাধ্যমে প্রমাণ হয়েছে শরীয়াহ ভিত্তিকও জীবন বীমা কোম্পানি হতে পারে। এ দেশের প্রগতিশীল আলেম-ওলামা ও বিদগ্ধ সুধীজনের চিন্তার প্রতিফলনের আলোকে এই প্রচেষ্টা সফল হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোশারফ হোসেন, শরিয়াহ কাউন্সিল সদস্য মাওলানা রুহুল আমিন। আরো বক্তব্য রাখেন কোম্পানির সচিব হাবিবুর রহমান, কনসালট্যান্ট আনিছুর রহমান, এম এ মতিন, আলেয়া আক্তার রুমা, মোহাম্মদ নূর-ই-আলম, এইচ এম সলিমউল্লাহ, হুমায়ন কবীর, মীর ফেরদৌস আহমেদ, মাঈনউদ্দীন দেওয়ান মানু, মোহাম্মদ মোস্তফা জামাল, এম এ মান্নান, আমীরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।