ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুন ২, ২০১৫
ওয়ান ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের জন্য গত ৩০ মে চট্টগ্রামে আয়োজন করা হয় 'প্রিভেনশন অব মানি লন্ডারিং ও কমবেটিং টেরোরিস্ট ফাইন্যান্সিং' শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি। ওয়ান ব্যাংক কর্তৃক আয়োজিত এ ধারাবাহিক কর্মসূচিতে ব্যাংকের চট্টগ্রাম জোনের ১৯টি শাখার সবশ্রেণির ৩২০ জনের অধিক কর্মকর্তা অংশ নেন।

চট্টগ্রামের এলজিইডি অডিটোরিয়াম হলে আয়োজিত এ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সাউথ জোন ফজলুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের জেনারেল ম্যানেজার(ভারপ্রাপ্ত) রেহেনা বেগম এবং ওয়ান ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ রিস্ক অফিসার এবং চিফ এন্টিমানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার জোহরা বিবি।

ট্রেনিং প্রোগ্রামে বিএফআইইউ মাস্টার সার্কুলার নং-১০ এবং Mutual Evaluation of Bangladesh by APG on AML & CFT activities- এর ওপর বিশদ আলোচনা ও বর্তমান প্রেক্ষাপটে মানি লন্ডারিংয়ের বিভিন্ন পর্যায়, ধরন, কৌশল এবং সম্ভাব্য প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়।

প্রশিক্ষণার্থীদের দৈনন্দিন লেনদেন পর্যালোচনা, নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কেওয়াইসি ও টিপি ফর্মপূরণ, সিটিআর ও এসটিআর প্রণয়ন এবং অন্যান্য ডকুমেন্ট ও তথ্যাদি সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা ও কুশলী হওয়ার পরামর্শ দেয়া হয়। ওই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের জয়েন্ট ডিরেক্টর অসীম কুমার চৌধুরী, ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেইনিং এসএম হাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।