ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় মার্কেন্টাইল ব্যাংকের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ২, ২০১৫
খুলনায় মার্কেন্টাইল ব্যাংকের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা : খুলনায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় ব্যাংকের খুলনা শাখায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।



প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক ও সুধীজনের সমন্বয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন খুলনা শাখা ব্যবস্থাপক আলতামাশ আল-মাসুদ জামালী এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা ।

অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ব্যবস্থাপক (হিসাব) মো. মোস্তাফিজুর রহমান, নর্দান ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মো. এমদাদুল হক, খুলনা চেম্বার অব কমার্স এর পরিচালক খালিদ হাসান পিউ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুন ২, ২০১৫
এমআরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।