ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসএমই নারী উদ্যোক্তাদের জন্য থোক বরাদ্দের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুন ২, ২০১৫
এসএমই নারী উদ্যোক্তাদের জন্য থোক বরাদ্দের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) নারী উদ্যোক্তাদের অর্থায়ন সমস্যা সমাধানে থোক বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির নেতারা।
 
সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ দাবি জানান।


 
মঙ্গলবার (০২ জুন) দুপুরে শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নারী উদ্যোক্তাদের দাবি বিবেচনার আশ্বাস দেন শিল্পমন্ত্রী।
 
সংগঠনটির বর্তমান সভাপতি শাহরুক রহমান, মহাসচিব ইমরানা শহিদুল্লাহসহ অন্যান্য নেতা ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
নারী উদ্যোক্তরা বলেন, দেশে ইতোমধ্যে অনেক নারী উদ্যোক্তা তৈরি হলেও অর্থায়নের অভাবে নারীদের শিল্প উদ্যোগ ব্যাহত হচ্ছে। নারী উদ্যোক্তা সমিতি পরিচালিত প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের প্রসারে সরকারের সহায়তা চান তারা।
 
বৈঠকে সংগঠনের নেতারা নারী উদ্যোক্তা সৃষ্টিতে মহিলা উদ্যোক্তা সমিতির অবদান সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। তারা বলেন, এ সংগঠনের পৃষ্ঠপোষকতায় ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে অসংখ্য নারী এসএমই উদ্যোক্তা তৈরি হয়েছে। তাদের উৎপাদিত পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।
 
বর্তমানে বাংলাদেশি নারী উদ্যোক্তারা বিদেশে মেলাসহ বিভিন্ন ইভেন্টে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলেও তারা জানান।
 
এর পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী বলেন, এসএমই নারী উদ্যোক্তাদের অর্থায়ন সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে বন্ধকী ছাড়াই এক অংকের সুদে শিল্পঋণের ব্যবস্থা করেছে। এর পরিমাণ আরও বাড়ানো হবে।

নারী এসএমই উদ্যোক্তাদের জন্য ঋণের সুযোগ বাড়াতে থোক বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এসএমএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।