ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের রপ্তানি আয় দ্বিগুণ করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুন ৩, ২০১৫
বাংলাদেশের রপ্তানি আয় দ্বিগুণ করা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: আগামীতে বাংলাদেশের রপ্তানি আয় দ্বিগুণ করা হবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

বুধবার (০৩ জুন) বিকেলে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, এ জন্য আমাদের রপ্তানি পণ্যে বৈচিত্র্যতা আনতে হবে। নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে। আর এ জন্য এফবিসিসিআইকে একটি ইন্টারন্যাশনাল সংগঠন হিসেবে তৈরি করতে হবে। আমরা সেই চেষ্টা করছি, যাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।

এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্য ব্যাংকের সুদের হার কমাতে হবে। এটা শতকরা ৯ ভাগে নামিয়ে আনতে হবে। আমি আশা করি বাণিজ্যিক  ব্যাংকগুলোর মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা এটা শতকরা ৯ ভাগে নামিয়ে আনতে সক্ষম হব।   এতে ব্যবসা-বাণিজ্য আরো প্রসারিত হবে। নতুন নতুন ইন্ড্রাস্ট্রি গড়ে উঠবে।

তিনি বলেন, এতোদিন আমরা ট্রানজিট নিয়ে অনেক বিতর্ক করেছি। প্রাকৃতিকভাবেই বাংলাদেশ হচ্ছে একটি ট্রানজিট কান্ট্রি। ট্রানজিট দিয়ে আমরা অনেক টাকা আয় করতে পারব। সারাবিশ্বে অনেক দেশই ট্রানজিট দিয়ে অনেক উন্নতি করেছে। আমরা খুশি যে ট্রানজিটের বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। ট্রানজিট-ট্রানশিপমেন্ট যতো বেশি হবে, আমরা কিছু না কিছু পাব। শুধু সড়ক-পানি নয়, আমরা গ্যাস ও পাওয়ার ট্রানজিট করব।

তিনি আরো বলেন, আগামীতেও দেশে হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি হবে। যারা রাজনীতি করেন, তারা  এ ধরনের কর্মসূচি দিতে পারেন না।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় এফবিসিসিআই এর সিনিয়র সহ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সহ সভাপতি মো. জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, মনোয়ারা হাকিম আলী, মো. হেলাল উদ্দিনসহ এফবিসিসিআই এর নবনির্বাচিত পরিচালকরা ও গোপালগঞ্জ চেম্বারের সদস্যরা উপস্থিত  ছিলেন।

পরে গোপালগঞ্জ চেম্বার অ্যান্ড কমার্সের পক্ষ থেকে  এফবিসিসিআই এর নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।