ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদের কেনাকাটা

ঢাকায় শুরু ৪র্থ বাংলাদেশ ফ্যাশন কার্নিভাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ৩, ২০১৫
ঢাকায় শুরু ৪র্থ বাংলাদেশ ফ্যাশন কার্নিভাল

ঢাকা: ঈদ-উল ফিতরের কেনাকাটার জন্য রাজধানীর গুলশান ১ নম্বরের এমান্যুল’স ব্যানকুইট হলে শুরু হয়েছে ‘৪র্থ বাংলাদেশ ফ্যাশন কার্নিভাল-২০১৫’। পাঁচদিনের এ আন্তর্জাতিক মেলার আয়োজন করেছে ফ্রি-ল্যান্সারস ও রেড কার্পেট ৩৬৫ লি.।

 

ব্র্যান্ডেড পোশাক ও ফ্যাশন প্রোডাক্ট নিয়ে আয়োজিত এ মেলায় অংশগ্রহণ করছে ৪৫টি দেশি-বিদেশি কোম্পানি।
 
‘আমাদের সাথে করুন আপনার ঈদের কেনাকাটা’ স্লোগানে মেলাটি শুরু হয়েছে বুধবার (৩ জুন)। মেলার উদ্বোধন করেন পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান।
 
উদ্বোধন শেষে কানিজ আলমাস খান বলেন, এ মেলা ঈদ-উল ফিতরের কেনাকাটায় মানুষের মাঝে নতুন মাত্রা যোগ করবে, বৈচিত্র্য আসবে ঈদ কেনাকাটায়। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলা চলবে আগামী রোববার (৭ জুন) পর্যন্ত। প্রতিদিন সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকছে।

মেলায় পাওয়া যাচ্ছে মহিলাদের কাপড়, ফ্যাশন ওয়্যার, ফতুয়া, গৃহস্থালি টেক্সটাইল, কুর্তা, লঅন, প্রিমিয়াম ক্লথ, তৈরি পোশাক, সালোয়ার কামিজ, থ্রি-পিস, শাল, শেরওয়ানি, বিয়ের পোশাক, প্রসাধনী, সৌন্দর্য চর্চার উপকরণ, উপহার সামগ্রী, আধুনিক বোরকা, হিজাব, চামড়াজাত পোশাক ও ব্যবহার্য নানা দ্রব্য।

মৌলিক লন সংগ্রহের সম্ভার নিয়ে এবারের মেলার গ্লোবাল ব্র্যান্ড হিসাবে রয়েছে ‘গুল আহমেদ’।

মেলার আয়োজকরা জানান, দেশ ও বিদেশের উন্নত পোশাক ও ফ্যাশন সামগ্রী উপস্থাপনের জন্য এ মেলার আয়োজন। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এবারে মেলায় বিভিন্ন কোম্পানি অংশগ্রহণ করছে।

তারা জানান, আন্তর্জাতিক এ ফ্যাশন কার্নিভালে বিদেশি ও দেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের সুযোগ রয়েছে। পাশাপাশি ঈদ-উল ফিতরকে সামনে রেখে তাদের ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধিরও সুযোগ হতে পারে এ মেলা।

মেলার মাধ্যমে ফ্যাশন পোশাক ও দ্রব্যাদির আমদানি রফতানির সুযোগ তৈরি হবে। সুযোগ তৈরি হবে বৈদেশিক মুদ্রা অর্জনেরও। বিদেশি অংশগ্রহণকারীরা তাদের ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ৩, ২০১৫
আরইউ/আইএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।