ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অ্যাপ রিভিউ বিজয়ীদের পুরস্কার দিল বিক্রয় ডট কম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ৪, ২০১৫
অ্যাপ রিভিউ বিজয়ীদের পুরস্কার দিল বিক্রয় ডট কম ছবি : সংগৃহীত

ঢাকা: নতুন অ্যাপ উন্মোচন উপলক্ষে আয়োজিত ‘অ্যাপ ডাউনলোড ও রিভিউ প্রতিযোগিতার তিন বিজয়ীকে পুরস্কৃত করেছে বাংলাদেশের অন্যতম প্রধান অনলাইন মার্কেটপ্লেস ‘বিক্রয় ডট কম’।

এ সময় মাইক্রোম্যাক্সের পক্ষ থেকে তিনটি ‘ক্যানভাস সেলফি স্মার্টফোন’ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।



সম্প্রতি বিক্রয় ডট কমের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে  বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে  দেওয়া হয়। বিজয়ীরা হলেন- হৃদয় আহমেদ, অভিজিৎ আসাদ ও সাজ্জাদুর রহমান তালাশ।

সবচেয়ে কার্যকরী ও গ্রহণযোগ্য রিভিউ লেখার  কারণে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

সম্প্রতি তাদের নতুন মোবাইল অ্যাপ’র অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সন চালু করেছে বিক্রয় ডট কম। পাশাপাশি ওয়েব প্লাটফর্মটিতে নতুনত্ব আনা হয়েছে। ফলে ব্যবহারকারীরা আরও দ্রুত ও সহজে কেনা-বেচা করতে পারবেন।

এ প্রসঙ্গে বিক্রয় ডট কমের মার্কেটিং বিভাগের পরিচালক মিশা আলী বলেন, বিক্রয় ডট কমের নতুন অ্যাপ উন্মোচন করতে পেরে আমরা খুবই আনন্দিত। সেই সঙ্গে গ্রাহকদের অনলাইনে বেচা-কেনার জন্য বিক্রয়ের ওয়েব প্লাটফর্মকে আরও নতুন ও সহজে ব্যবহারযোগ্য করা হয়েছে। ফলে গ্রাহকরা অনলাইনে কেনা-বেচায় আরও বেশি উদ্বুদ্ধ হবেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসই/এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।