ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইডিএফ সুবিধা নিয়েছেন ১২৭১ ব্যবসায়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুন ৬, ২০১৫
ইডিএফ সুবিধা নিয়েছেন ১২৭১ ব্যবসায়ী ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এক্সপোর্ট ডেভলপমেন্ট ফান্ড (ইডিএফ) থেকে ঋণ সুবিধা নিয়েছে বস্ত্রখাতের ১ হাজার ২৭১ জন ব্যবসায়ী বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার কাজী সাইদুর রহমান।

শনিবার(৬ জুন’২০১৫) সকালে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত সেমিনারে এ তথ্য জানান তিনি।



তিনি বলেন, বিজিএমইএ, বিকেএমইএ,বিটিএমএসহ গার্মেন্ট মালিকদের সংগঠনগুলোর সদস্য সংখ্যা ৯ হাজার ১২৬ জন। এর মধ্যে ইডিএফ থেকে লোন সুবিধা নিয়েছেন ১ হাজার ২৭১ জন সদস্য। এই লোন নিতে ব্যবসায়ীদের আইপিও অনুযায়ী কমপ্লায়ান্স হতে হবে। তাছাড়া লোনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্রও জরুরী। বাংলাদেশ ব্যাংক ইডিএফ এর বিষয়ে খুব সিরিয়াস।

বিটিএমএ সভাপতি তপন চৌধুরী বলেন, বস্ত্রখাত বাংলাদেশের অর্থনীতির অগ্রগতিতে ভূমিকা রাখছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রায় ৫ কোটি মানুষের জীবন যাত্রা নির্ভর করছে এই খাতের ওপর। ২০২১ সালের মধ্যে বস্ত্রখাতের রফতানি আয় ৫০ বিলিয়ন ডলার অর্জন সম্ভব। কিন্তু সে জন্য আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, বিদ্যুৎ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। তার সাথে দরকার অর্থনৈতিক সহায়তা। আর এই ক্ষেত্রে ইডিএফ আমাদের সহায়ক হবে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
ইউএম/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।