ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিহ্যাব সামার ফেয়ার শুরু ৯ জুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ৬, ২০১৫
রিহ্যাব সামার ফেয়ার শুরু ৯ জুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এ বছর চারদিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার শুরু হবে আগামী ০৯ জুন এবং চলবে ১২ জুন পর্যন্ত।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য এ মেলা উন্মক্ত থাকবে।

মেলায় মোট দেড়শটি প্রতিষ্ঠানের স্টল থাকবে।

শনিবার (০৬ জুন) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ধানমণ্ডির মিরপুর সড়কের সন্তুর রেস্তোরাঁয় এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মেলা আয়োজন কমিটির চেয়ারম্যান রবিউল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন রিহ্যাবের সেক্রেটারি ওয়াহিদুজ্জান জামান।

তিনি বলেন,  এবারের রিহ্যাব সামার ফেয়ারের স্লোগান হচ্ছে-‘এখনই বিনিয়োগের সঠিক সময়’।

তিনি জানান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আগামী ৯ জুন রিহ্যাব সামার ফেয়ার উদ্বোধন করবেন। এবারের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের দেড়টি স্টল থাকবে।
  
বিক্রয়োপযোগী ফ্ল্যাটের মোট সংখ্যা উল্লেখ করে ওয়াহিদুজ্জান বলেন, এবারের মেলায় বিক্রয়োপযোগী ফ্ল্যাটের সংখ্যা মোট ১০ হাজার। মেলা সকাল ১০টা থেকে রাত ০৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, রিহ্যাব সহসভাপতি ও মেলা আয়োজন কমিটির সদস্য আনোয়ারুজ্জামান, রিহ্যাব সহসভাপতি ইঞ্জিনিয়ার সোহরাওয়ার্দী ভূঁইয়া প্রমুখ।

এক প্রশ্নের জবাবে রিহ্যাবের সেক্রেটারি ওয়াহিদুজ্জান জামান জানান, এবার ফ্ল্যাটের দাম মধ্যবিত্তের জন্য সহনীয় পর্যায়ে থাকবে।
তিনি জানান, বাজেটের কারণে বড় ফ্ল্যাট বিক্রিতে এর প্রভাব পড়বে। এতে করে বড় ফ্ল্যাটের দাম বাড়বে। ১১০০ ফিট স্কয়ারের নিচের ফ্ল্যাটের কর ১.৫ শতাংশ এবং ১৬০০ স্কয়ার ফিটের ওপরে কর ৪.৫ শতাংশ ধার্য হবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এইচ আর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।