ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক-এক্সপ্রেস মানির ফ্রি মেডিকেল ক্যাম্প

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুন ৬, ২০১৫
ইসলামী ব্যাংক-এক্সপ্রেস মানির ফ্রি মেডিকেল ক্যাম্প ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সপ্রেস মানির যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ জুন) ব্যাংকের সোনারগাঁও শাখায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।



সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান আবদুস সাদেক ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ জোন প্রধান মো. ওবায়দুল হক এবং এক্সপ্রেস মানির কান্ট্রি প্রধান শামীম ইফতেখারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়িত্বের অংশ হিসেবে গরিব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে দিনভর ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক এক হাজারের বেশি রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
পিআর/এমএ






বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।