ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শনে বার্নিকাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ৬, ২০১৫
বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শনে বার্নিকাট ছবি: সংগৃহীত

ঢাকা: গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

শনিবার (৬জুন) সকালে বার্নিকাটের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে যায়।



এ সময় তাদের স্বাগত জানান বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান এবং বেক্সিমকো গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভেদ হুসেন।

পার্কে শাইনপুকুর সিরামিক, বেক্সটেক্সসহ বেশ কয়েকটি কারখানা ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৭৪০ঘণ্টা, জুন: ২০১৫
এসই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।