ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুন ৭, ২০১৫
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ জুন) দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগে কয়লা আমদানিকারক গ্রুপের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ২০১৪-১৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ মো. আতিক হোসেন।

সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন- গ্রুপের সাবেক সভাপতি হাজী মো. দিলওয়ার হোসেন, আলহাজ মো. এমদাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী কলন্দর আলী, ফটিক চন্দ্র সাহা, চন্দন সাহা, সাবেক সহ-সাধারণ সম্পাদক পিন্টু চক্রবর্ত্তী, সাবেক অর্থ সম্পাদক আলহাজ আব্দুল মালিক মারুফ, সাবেক সহ-সভাপতি মো. জাঙ্গাহীর মিয়া, হারুন অর রশীদ, পংকজ চক্রবর্ত্তী প্রমুখ।

এ সময় ঘোষিত বাজেটকে জনকল্যাণমুখী ও শিল্পবান্ধব আখ্যা দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এএএন/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।