ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোদির সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুন ৭, ২০১৫
মোদির সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রোববার বিকেলে ব্যবসায়ীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করবেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সূত্র থেকে এ তথ্য জানা গেছে।


 
এফবিসিসিআই থেকে জানা যায়, ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানির সম্পর্ক রয়েছে। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি বিশাল। আর সে কারণে ভারতের সঙ্গে বাণিজ্যের নানা জটিলতার বিষয়ে আলোচনা করতে যাবেন ব্যবসায়ীদের প্রতিনিধি দলটি।

এ বৈঠকে অংশ নিতে যাচ্ছেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি।

শফিউল ইসলাম বাংলানিউজকে বলেন, দেশের ব্যবসায়িক সমাজের পক্ষ থেকে আমরা ৮ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যাবো। বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক আরো কীভাবে উন্নত করা যায়, সেসব বিষয়ে আলোচনা হবে বলে আশা করছি।

শনিবার (০৬ জুন) সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান নরেন্দ্র মোদি।

এ সময় বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার গ্রহণ করে নরেন্দ্র মোদি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর মোদি হোটেল সোনারগাঁওয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন।

এরপর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে অংশগ্রহণসহ যৌথ কর্মসূচিতে অংশ নেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক বিকেল চার থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে বলে কার্য তালিকা থেকে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
ইউএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।