ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ২০০ ভাগ পর্যন্ত বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ২০০ ভাগ পর্যন্ত বেড়েছে ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকাঃ মাছ, মাংস, পিয়াজ, রসুনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম ৫০ ভাগ থেকে ২০০ ভাগ বেড়েছে বলে দাবি করেছেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

রোববার( ১৪ জুন’২০১৫) রাজধানীর ডিআরইউ’তে প্রস্তাবিত বাজেট ২০১৫-১৬ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।



একইসঙ্গে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসারও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ঘোষিত রাজস্ব আদায় ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার সক্ষম হবে না। সারা দুনিয়ায় জ্বালানি তেলের দাম যেখানে কমছে, সেখানে আমাদের দেশে তা বাড়ানোর টাল বাহানা চলছে। জি টু জি পদ্ধতিতে বিদেশে শ্রম শক্তি রফতানির ব্যর্থতা ও বিনিয়োগহীনতায় দেশে উত্তরোত্তর বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বাজেটে ঘোষিত শতকরা ৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ ভাগে সীমিত রাখা সম্ভব হবে না।

এ সময় দলটির সভাপতি আ স ম আবদুর রব বলেন, বাজেটের আকার বড় হওয়ায় তা বাস্তবায়ন সম্ভব নয় আমরা এই মতের সাথে একমত নই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করে প্রশাসন ও করদাতা নির্ধারণ ও যুগোপযোগী সংস্কার সম্ভব হলে বর্তমান অর্থনৈতিক অবস্থাতেই  লাখ কোটি টাকার রাজস্ব ও ৩ লাখ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ইউএম/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।