ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অ্যাকর্ড-অ্যালায়েন্স গলার ফাঁস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
অ্যাকর্ড-অ্যালায়েন্স গলার ফাঁস অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তৈরি পোশাক ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’ ও ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি’ এখন গলার ফাঁস হয়েছে। এটাকে থামাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।



সোমবার (১৬ জুন) সচিবালয়ে বাংলাদেশ ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর নেতাদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ‘ডান্ডা মেরে ঠাণ্ডা করে দেওয়ার মতো; তৈরি পোশাক শিল্পে আমরা এগিয়ে যাচ্ছিলাম, এটা যেন না হয় তাই এই উদ্যোগ। অযাচিত হস্তক্ষেপ তারা কোনোভাবেই করতে পারেন না। এদের থামাতে হবে।  

এর আগে অর্থমন্ত্রীর কাছে ব্যবসায়ী নেতারা অ্যাকর্ড-অ্যালায়েন্সের ‘বাড়াবাড়ি’র বিভিন্ন চিত্র তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এসএমএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।