ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গুলশানে মিডল্যান্ড ব্যাংকের এটিএম বুথ চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুন ৭, ২০১৫
গুলশানে মিডল্যান্ড ব্যাংকের এটিএম বুথ চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলশানে এটিএম বুথ চালু করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

রোববার (০৭ জুন) সকালে গুলশানের নর্থ এভিনিউয়ের এন বি টাওয়ারে এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম।



এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, প্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মাদ এইচ কাফী, হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমান, গুলশান শাখার শাখা প্রধান মোস্তফা মাইনুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
বিজ্ঞপ্তি/এসই/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।