ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চারদেশে সড়ক যোগাযোগে চুক্তির খসড়ার অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুন ৮, ২০১৫
চারদেশে সড়ক যোগাযোগে চুক্তির খসড়ার অনুমোদন ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্য দিয়ে তিন ধরনের যানবাহন চলাচলের জন্য একটি চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০৮ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘মটর ভেহিকলস এগ্রিমেন্ট ফর দ্য রেগুলেশন অব প্যাসেঞ্জার, পারসোনাল অ্যান্ড কার্গো ভেহিকুলার ট্রাফিক বিটুইন বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া অ্যান্ড নেপাল’ শীর্ষক চুক্তির খসড়ার অনুমোদন হয়।



এর ফলে চারদেশের উপর দিয়ে পণ্যবাহী, ব্যক্তিগত ও যাত্রীবাহী যান চলাচল করতে পারবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, সড়কপথে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন চলাচলের জন্য চারদেশের মধ্যে ‘বিবিআইএন মোটর ভেহিকল অ্যাগ্রিমেন্ট (এমভিএ)’ সইয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চারদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হবে।

চুক্তির খসড়া অনুযায়ী, চারদেশের মধ্যে চলাচলে রুট পারমিট নিতে হবে। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় মাঝপথ থেকে কোনো যাত্রী বা মালামাল নিতে পারবে না বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মোশাররাফ হোসাইন বলেন, যে দেশের উপর দিয়ে যানবাহন যাবে, সেই দেশের কর্তৃপক্ষ ইচ্ছা করলে তা সার্চ ও ইন্সপেকশন করতে পারবে। কোনো দেশে যদি নির্দিষ্ট কোনো পণ্য নিষিদ্ধ থাকে, তাহলে সেই দেশের উপর দিয়ে সেই পণ্য পরিবহন করা যাবে না বলে চুক্তির খসড়ায় উল্লেখ রয়েছে।

যে দেশের উপর দিয়ে যানবাহন যাবে সে দেশে ফি দিতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সে দেশই এই ফি ধার্য করবে।

আগামী ১৫ জুন এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ও এরপর প্রটোকলে স্বাক্ষর হওয়ার পরই এ চুক্তি অনুযায়ী যানবাহন চলাচল শুরু হবে। এজন্য বেশি সময়ের প্রয়োজন হবে না বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনবছর পরপর এ চুক্তি নবায়ন হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো দেশ যদি ইচ্ছা করে তাহলে ছয় মাসের নোটিশ দিয়ে নিজেদের প্রত্যাহার করে নিতে পারবে।

চুক্তির পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ভবিষ্যতে চারদেশের সম্মতিতে অন্য যে কোনো দেশ এ চুক্তিতে যুক্ত হতে পারবে।

গত ০২ জুন ভুটানের রাষ্ট্রদূত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী জানিয়েছিলেন, ইউরোপের আদলে চারদেশের মধ্যে পরিবহন চলাচল করবে। এটি হবে সড়ক যোগাযোগের নতুন মাইলফলক।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০৮, ২০১৫/আপডেট: ১৫৪২
এসকে/এমআইএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।